ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওগাঁর শিবপুর মন্দিরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ০০:০৪, ২৩ অক্টোবর ২০১৫

নওগাঁর শিবপুর মন্দিরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর নিয়ামতপুরে দেশের চতুর্থ বৃহত্তম মন্দির শিবপুর বারোয়ারী দূর্গা মন্দিরে শারদীয় দূর্গার্পজা উপলক্ষে আরতী প্রতিযোগীতা, উলু ধ্বনী ও শংখ বাজানো প্রতিযোগীতাসহ শিশুদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দির চত্বরে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। শিবপুর বারোয়ারী দূগা মন্দিরের সভাপতি মনোরঞ্জন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রানালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান ও পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম।
×