ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে বাস-লরি সংঘর্ষে নিহত ৪২

প্রকাশিত: ০৫:৩৯, ২৪ অক্টোবর ২০১৫

ফ্রান্সে বাস-লরি সংঘর্ষে  নিহত ৪২

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুক্রবার একটি বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগ ছিলেন প্রবীণ ব্যক্তি। ফ্রান্সে তিন দশকের মধ্যে এটা সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা বলে কর্মকর্তারা বলেছেন। খবর এএফপির। দুর্ঘটনার পরপরই দুটি যানেই আগুন ধরে যায়। অনেকেই অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। বাস ও লরির ২ চালকই নিহত হয়েছেন। ফরাসী টেলিভিশনে দেখা যায় বাসটি একেবারে পুড়ে গেছে। বোর্দুর উত্তরে পিসগিয়া গ্রামের কাছে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। গ্রীস সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এথেন্স থেকে বলেছেন, এ মর্মান্তিক দুর্ঘটনার পর ফরাসী সরকার সংশ্লিষ্ট লোকদের এবং কয়েকটি জরুরী যান দুর্ঘটনাস্থলে পাঠিয়ে। নাইজিরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ছয় নাইজিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মাইদুগুরিতে শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত হয়েছে। দেশটির জাতীয় জরুরী ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) এ কথা জানিয়েছে। খবর এএফপির।
×