ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শানাইয়ের অভিষেক

প্রকাশিত: ০৫:৪১, ২৪ অক্টোবর ২০১৫

শানাইয়ের অভিষেক

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার মেয়ে অফসরা ছুহি শানাই। ছোট বেলায় নাচ দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ। পড়াশোনা করছেন ঢাকার নর্দান ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজে ‘এ’ লেবেলে। অভিনয়ের প্রতি অদম্য ইচ্ছার কারণে নাট্যাঙ্গনে পা রেখেছেন। ইতোমধ্যে কয়েকটি নাটকে অভিনয়ে দৃষ্টি কেড়েছেন অনেক পরিচালকের। সম্প্রতি আর টিভিতে প্রচার হলো তার অভিনীত প্রথম নাটক ‘ফ্যাশন ঢাকা ডট কম’। স্ব-নামেই (ছুহি) নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। লুৎফর রহমানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন জি এম সৈকত। শানাই বলেন, অভিনয়কে ভালবেসে এই অঙ্গনে পা রেখেছি। ছোটবেলায় নাচ শিখতাম কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে অভিনয়ের প্রতি আকৃষ্ট হই। ঢাকার নর্দান ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজে ‘এ’ লেবেলে পড়ছি। সারাক্ষণ ভাবতাম কি করে অভিনয় জগতে ঢোকা যায়। ‘ফ্যাশন ঢাকা ডট কম’ নাটকে অভিনয়ের সুযোগটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করলাম। নাটকটিতে অভিনয় সম্পর্কে শানাই বলেন, ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছুহির ভূমিকায় আমি অভিনয় করেছি। ছুহির মায়ের এক বান্ধবীর ছেলে চাকরির খোঁজে ঢাকায় আসে এবং তাদের বাসায়ই ওঠে। কোন এক সময়ে তার সঙ্গে ছুহির প্রেম হয়। কিন্তু বাবা মেনে না নেয়ায় ছেলেটিকে তাদের বাসা থেকে চলে যেতে হয়। ঘটনাক্রমে ইন্টারনেটের মাধ্যমে আবার ছেলেটির সঙ্গে ছুহির মিলন ঘটে। এই ছেলটির চরিত্রে অভিনয় করেছেন আবির। অসম্ভব ভাল লেগেছে গল্পটি। আমার প্রথম নাটক এটি। আমার সাধ্যতম চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রতিভা কম-বেশি সবার মধ্যে থাকে। কিন্তু শানাইয়ের মধ্যে সহজেই অভিনয়শৈলী আত্মস্থ করার ক্ষমতা আছে। আগামীতে আরও ভাল করবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। শানাই ইতোমধ্যে ‘স্বপ্নের রাজকুমারী’ নামের একটি টেলিফিল্মে কাজ করেছেন।
×