ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে হাটে টোলের নামে চাঁদাবাজি॥ বিপাকে পাটচাষী

প্রকাশিত: ০৫:৪৫, ২৪ অক্টোবর ২০১৫

জামালপুরে হাটে টোলের নামে চাঁদাবাজি॥ বিপাকে পাটচাষী

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৩ অক্টোবর ॥ জামালপুরে পাটের হাট ইজারা নিয়ে সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে টোল আদায়ের নামে নিরীহ কৃষকের নিকট চাঁদাবাজি করে আসছে ইজারাদাররা। বিভিন্ন হাটে পাট চাষীদের কাছ থেকে রসিদবিহীন টোল আদায়ের নামে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। স্থানীয় জেলা প্রশাসনে খোঁজ নিয়ে জানা গেছে, টোল আদায়ে সরকারী নীতিমালা অনুযায়ী পাইকারী ক্রেতা মহাজনদের কাছে রসিদের বিনিময়ে আদায়যোগ্য। অথচ প্রতিটি হাট-বাজারে ইজারাদাররা সরকারী নিয়মের কোন তোয়াক্কা না করে, ক্রেতা মহাজন, ব্যাপারীদের পাশাপাশি প্রান্তিক কৃষক পাট চাষীদের নিকট মণ প্রতি ১০-১৫ টাকা আদায় করে যাচ্ছেন। হাট-বাজার ইজারার সরকারী সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী পাট ক্রেতার কাছ থেকে রসিদের মাধ্যমে মণ প্রতি ২ টাকা হারে টোল আদায়ের বিধান রয়েছে। কৃষক তাদের উৎপাদিত পাট বিক্রয় করতে গিয়ে ইজারাদারদের নিকট জিম্মি হয়ে দিতে হচ্ছে মণ প্রতি ১০ টাকা। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেনেও রহস্যজনক কারণে না দেখার ভান করে আসছেন। ইসলামপুর গুঠাইল হার্ড পয়েন্ট, পৌর এলাকার ব্রহ্মহ্মপুত্র নদের পাইলিং ঘাট, দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী ও ঝালরচর, বকশীগঞ্জে কলেজ মোড়সহ জেলায় বেশ ক’টি ছোট বড় পাটের হাট রয়েছে।
×