ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‍যুক্তরাষ্ট্রে জনতার ওপর উঠে গেল গাড়ি, শিশুসহ হত ৪

প্রকাশিত: ২১:৩৯, ২৫ অক্টোবর ২০১৫

‍যুক্তরাষ্ট্রে জনতার ওপর উঠে গেল গাড়ি, শিশুসহ হত ৪

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে শনিবার কুচকাওয়াজ দেখতে আসা লোকজনের ওপর একটি দ্রুতগামী গাড়ি উঠে গেলে দুই বছরের শিশুসহ চার জনের প্রাণহানি হয়। পুলিশ জানায়, ২৫ বছর বয়সী নারী অ্যাডাসিয়া অ্যাভেরি চেম্বারস গাড়িটি চালাচ্ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। স্টিলওয়াটার শহরের পুলিশ শনিবার সন্ধ্যায় জানায়, দুর্ঘটনায় মোট ৪৪ জন আহত হয়েছে। এর আগে তারা বলেছিল, আহতদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর। ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বার্নস হার্গিস এক বিবৃতিতে বলেন, ‘আজকের এই দুর্ঘটনায় ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি খুবই মর্মাহত এবং হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ও তাদের জন্য প্রার্থনা করছে।’ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। এছাড়া হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। পুলিশ এখন নিহতদের পরিচয় সনাক্ত করতে পারেনি।
×