ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্টকে হত্যার চক্রান্ত ! মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার

প্রকাশিত: ০৪:০১, ২৬ অক্টোবর ২০১৫

প্রেসিডেন্টকে হত্যার চক্রান্ত ! মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দেশটির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে শনিবার গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর রাজধানী মালেতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মালদ্বীপ পুলিশ রবিবার এ খবর জানিয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট রবিবার এক টেলিভিশন ভাষণে বলেছেন, সমগ্র জাতির নিরাপত্তার স্বার্থে ভাইস প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে। খবর এএফপি ও বিবিসির। ২৮ সেপ্টেম্বর হজ থেকে ফিরে প্রেসিডেন্ট ইয়ামিন ও তার স্ত্রী স্পিডবোটে করে যখন বিমানবন্দর থেকে রাজধানী মালেতে যাচ্ছিলেন তখন তাদের নৌকার ওপর বোমা হামলা হয়। এতে প্রেসিডেন্ট আহত না হলেও তার স্ত্রী, এক সহকারী ও এক দেহরক্ষী আহত হন। ঘটনার পর পরই প্রেসিডেন্ট তার প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেন এবং দু’জন নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। এক টুইটারবার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসির বলেছেন, আদিবকে আটক করে একটি কারাদ্বীপে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার সর্বোচ্চ অভিযোগ আনা হবে। বিদেশ সফর শেষে শনিবার ফেরার পর আদিবকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।
×