ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসরাইল-জর্দান চুক্তি

ফিলিস্তিনকে অর্থনৈতিক সহায়তা কমিয়ে দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৪:০১, ২৬ অক্টোবর ২০১৫

ফিলিস্তিনকে অর্থনৈতিক সহায়তা কমিয়ে দেবে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনী কর্তৃপক্ষকে অর্থনৈতিক সহায়তা কমিয়ে দেবে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনীরা শান্তি প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিচ্ছে বলে শনিবার এক মার্কিন কূটনীতিক এ কথা জানিয়েছেন। এদিকে জেরুজালেমের একটি পবিত্র স্থানকে ঘিরে উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নেয়ার বিষয়ে একমত হয়েছে জর্দান ও ইসরাইল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জর্দানে একটি বৈঠক শেষে এ কথা বলেন। এছাড়া কেরি আম্মানে ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস ও জর্দানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে পশ্চিম তীর ও গাজার চলমান সহিংসতা নিয়ে বৈঠক করেন। -এএফপি ও বিবিসি।
×