ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৮, ২৬ অক্টোবর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. থাইল্যান্ডের এক্স ট্রেডিং বাংলাদেশ থেকে চা ক্রয় করে কানাডায় সরবরাহ করে। এক্স ট্রেডিং-এর কাজটি কোন ধরনের বাণিজ্যের অন্তর্ভুক্ত? ক) আমদানি খ) রপ্তানি গ) পাইকারি ঘ) পুনঃরপ্তানি ২. কোনটি কোম্পানি নিবন্ধকের ভূমিকা পালন করে? ক) রেজিস্ট্রার অব কোম্পানি খ) রেজিস্ট্রার অব স্টক কোম্পানি গ) রেজিস্ট্রার অব জয়েন্ট কোম্পানি ঘ) রেজিস্ট্রার অব বাংলাদেশ জয়েন্ট কোম্পানি ৩. ক, খ ও গ একটি অংশীদার ব্যবসায় গঠন করে চুক্তি অনুযায়ী ৩ : ২ : ১ অনুপাতে মূলধন যোগান দেয়। কিন্তু লাভ-লোকসান বণ্টন সম্পর্কে চুক্তিপত্রে কোনো উল্লেখ নেই। এক্ষেত্রে ক, খ ও গ-এর লাভ-লোকসান বণ্টন অনুপাত কত হবে? ক) ১ : ১ : ১ খ) ৩ : ২ : ১ গ) ১ : ২ : ৩ ঘ) ১ : ৩ : ২ ৪. রিমন ব্যবসায়ে অর্জিত মুনাফার ওপর নির্দিষ্ট হারে কর প্রদান করেন। রিমন কিভাবে ব্যবসায়ের নৈতিকতা অনুসরণ করছেন? ক) জনকল্যাণে অবদান রেখে খ) সততা বজায় রেখে গ) ব্যবসায় আইন মেনে ঘ) রাজস্ব প্রদান করে ৫. একমালিকানা ব্যবসায় কে ঝুঁকি গ্রহণ করে? ক) মালিক খ) কর্মচারী গ) আত্মীয় স্বজনঘ) বন্ধুবান্ধব ৬. উদ্যোক্তার প্রধান কাজ কোনটি? ক) ঝুঁকি গ্রহণ খ) অর্থসংস্থান গ) সংগঠন ঘ) হিসাবরক্ষণ ৭. মি. মমিন উদ্দীন শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের ব্যবস্থা করেছেন। এর মাধ্যমে তিনি কোনটি দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন? ক) অশিক্ষা খ) সন্ত্রাস গ) বেকারত্ব ঘ) কুশিক্ষা ৮. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় যেসব উপাদান নিয়ে সেগুলো হলোÑ র. জলবায়ু রর. দেশীয় ঐতিহ্য ররর. ভৌগলিক অবস্থান নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. কোনটি সামাজিক পরিবেশের উপাদান? ক) অর্থ খ) পরিবহন গ) শিল্প ঘ) জনসংখ্যা ১০. শিল্পনীতি ও বাণিজ্যনীতি কোন পরিবেশের অন্তর্গত? ক) রাজনৈতিক খ) আইনগত গ) সামাজিক ঘ) প্রাকৃতিক ১১. তথ্যের সৃষ্টি হয় কিভাবে? ক) একটি উপাত্ত নিয়ে খ) একাধিক উপাত্ত নিয়ে গ) সাধারণ উপাত্ত নিয়ে ঘ) বিশেষ উপাত্ত নিয়ে ১২. রানা এলাকার লোকদের একত্রিত করে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। বেশি পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় করে ন্যায্যমূল্যে সদস্যদের সরবরাহ করে আসছে। এটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ক) অংশীদারি খ) সমবায় গ) কোম্পানি ঘ) রাষ্ট্রীয় ১৩. সাধারণ অংশীদারি সংগঠনে সর্বোচ্চ সদস্যসংখ্যা কয়জন থাকে? ক) ৮ জন খ) ২ জন গ) ২০ জন ঘ) ১০ জন ১৪. গ্রামের গাভী পালনকারী ব্যক্তিবর্গ একত্রিত হয়ে কোন ধরনের সমবায় সংগঠন গড়ে তুলবে? ক) উৎপাদক সমিতি খ) বিক্রয় সমিতি গ) ক্রয় সমিতি ঘ) ভোক্তা সমিতি ১৫. সংবিধিবদ্ধ কোম্পানি হলোÑ র. বাংলাদেশ ব্যাংক রর. শিল্প ব্যাংক ররর. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. ব্যবসায়ী যে বিশেষ আইন এবং সামাজিক নীতি অনুসরণ করে ব্যবসায় পরিচালনা করে তাকে কী বলে? ক) সামাজিক দায়িত্ব খ) সামাজিক শৃঙ্খলা গ) সামাজিক নৈতিকতা ঘ) ব্যবসায় দায়িত্ব ১৭. একজন ব্যক্তি অংশীদার হিসেবে বিবেচিত হবেন না যদি- র. অশিক্ষিত হন রর. অপ্রকৃতিস্থ হন ররর. সরকারি কর্মচারী হন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮. সুমন তার ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে। তার দোকানের ওষুধ ব্যবহার করে অনেকে মারাও গেছে। সুমনের মধ্যে একজন ব্যবসায়ীর গুণের অভাব রয়েছে। কারণ সেÑ র. অনৈতিক কাজে লিপ্ত রর. অসচেতন নাগরিক ররর. লাভের উদ্দেশ্যে ওষুধ বিক্রয় করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৯. কাঁচা পাট থেকে চট, থলে ইত্যাদি প্রস্তুত উৎপাদন শিল্পের কোনটির অন্তর্ভুক্ত? ক) পর্যায়ভুক্ত খ) সমন্বিত গ) যৌগিক ঘ) বিশ্লেষণ ২০. ধরন অনুযায়ী সহায়তা হলোÑ র. উদ্দীপনামূলক রর. সমর্থনমূলক ররর. সংরক্ষণমূলক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২১. দেশের বাইরের উৎপাদিত খাদ্যসামগ্রী গ্রহণের পূর্বে করণীয় কোনটি? ক) ব্র্যান্ডের গুণাগুণ যাচাই খ) কোম্পানির নাম দেয়া গ) পূর্ব অভিজ্ঞতা বিবেচনা ঘ) লেভেলে লিখিত উপকরণ ভালোভাবে পড়া ২২. নাবালকের বয়সসীমাÑ ক) ১৪ বছর পর্যন্ত খ) ১১ বছর পর্যন্ত গ) ১৮ বছর পর্যন্ত ঘ) ১০ বছর পর্যন্ত ২৩. বাণিজ্যিক ব্যাংক কীভাবে কোম্পানির মূলধন গঠনে সাহায্য করে? ক) অর্থ স্থানান্তর খ) ঋণপত্র বিক্রয় গ) বিল বাট্টাকরণ ঘ) তথ্য সরবরাহ ২৪. ব্যবসায়ী কেন সমাজের প্রতি দায়বদ্ধ? র. ব্যবসায় একটি অসামাজিক প্রতিষ্ঠান রর. ব্যবসায়ী সমাজের সদস্য ররর. ব্যবসায়ী সমাজের একজন উৎপাদনশীল ও সচেতন নাগরিক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৫. বুদ্ধিবৃত্তিক সম্পদকে বিবেচনা করা হয়Ñ র. মালিকের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে রর. ব্যবসায়ের মূল্যবান সম্পত্তি হিসেবে ররর. ব্যবসায় উদ্যোগের গবেষণার ফল হিসেবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৬. একমালিকানা সংগঠনের জন্যে কত সালের আইন কার্যকর? ক) ১৯১৩ সাল খ) ১৯৩২ সাল গ) ২০০১ সাল ঘ) নির্দিষ্টি আইন নেই সঠিক উত্তর : ১. (ঘ) ২. (খ) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ক) ৬. (ক) ৭. (গ) ৮. (গ) ৯. (ঘ) ১০. (খ) ১১. (খ) ১২. (খ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (ক) ২০. (ঘ) ২১. (ঘ) ২২. (গ) ২৩. (খ) ২৪. (খ) ২৫. (খ) ২৬. (ঘ)
×