ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝর্ণা দাশ পুরকায়স্থ পাচ্ছেন শিশু একাডেমি সাহিত্য পুরস্কার

প্রকাশিত: ০৪:১৫, ২৬ অক্টোবর ২০১৫

ঝর্ণা দাশ পুরকায়স্থ পাচ্ছেন শিশু একাডেমি সাহিত্য পুরস্কার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার ১৪২১ এর জন্য মনোনীত হয়েছেন ঝর্ণা দাশ পুরকায়স্থ। শিশু সাহিত্যে সামগ্রিক অবদান বিবেচনায় তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। রবিবার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অচিরেই তাঁর হাতে পুরস্কার তুলে দেয়া হবে। ঝর্ণা দাশ পুরকায়স্থ ১৯৪৫ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস সিলেট। লিখছেন পাঁচ দশকেরও বেশি সময় ধরে। তাঁর লেখার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ। প্রকৃতি ঘনিষ্ঠতা তাঁর রচনার অন্যতম দিক। পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তিতে উৎসাহী নবীন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে ভূমিকা রেখে চলেছেন তিনি। শিশু মনস্তত্ত্বের স্বচ্ছ ও সাবলীল প্রকাশে উজ্জ্বল তাঁর শিশু সাহিত্য। সহজ সরল বর্ণনা ও জীবনমুখী ভাবনা তার রচনার প্রাণ। ঝর্ণা দাশের উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছেÑ ভুতু ও টুনটুনের স্বপ্ন, ডালির মেম পুতুল, ইভানের কাজলা দিদি, রং মাখা শার্ট, মুশকিল আসান মামা, টুসি আমার টুসি, লালুর মুক্তিযুদ্ধ, মেঘ জোসনার টুপুর, টুলটুলের রঙিন বেলুন, টক ঝাল মিষ্টি।
×