ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমি খেলোয়াড়দের ভাল বন্ধু নই ॥ কোচ ক্লপ

প্রকাশিত: ০৫:৩৬, ২৬ অক্টোবর ২০১৫

আমি খেলোয়াড়দের ভাল বন্ধু নই ॥ কোচ ক্লপ

স্পোর্টস রিপোর্টার ॥ বুন্দেসলিগায় তার দলের চরম ভরাডুবি হয়েছিল। বরুসিয়া ডর্টমুন্ড ব্যর্থ একটি মৌসুম কাটানোর পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জারগেন ক্লপ। তারপর থেকে যুতসই চাকরির খোঁজে ছিলেন। অবশেষে ইংল্যান্ডে আসলেন তিনি। লিভারপুলের সঙ্কটময় অবস্থায় দায়িত্ব নিয়েছেন মৌসুমের প্রায় মাঝামাঝি সময়ে। টানা ব্যর্থতার কারণে ব্রেন্ডন রজার্সকে বরখাস্ত করার পর ক্লপ দায়িত্ব নিয়েছেন। তার অধীনে প্রথম ম্যাচ খেলেও ফেলেছে লিভারপুল। তবে টানা ড্রয়ের ফাঁড়া কাটাতে পারেনি এ্যানফিল্ডের দলটি। ইংলিশ প্রিমিয়ার লীগে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ইউরোপা লীগে রুবিন কাজানের সঙ্গেও ১-১ গোলে ড্র করেছে তারা। খেলোয়াড়দের মধ্যে পেশাদারি মনোভাবের পরিচয়টা দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তবে সেটা না হলে কোনভাবেই শিষ্যদের ভাল বন্ধুতে পরিণত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ক্লপ। ক্লপ জার্মানিতে যতদিন ছিলেন তিনি ভিন্নধর্মী কিন্তু উচ্ছ্বল প্রকৃতির কোচ ছিলেন। খেলোয়াড়দের সঙ্গেও তার রসায়ন বেশ ভাল ছিল। কিন্তু লিভারপুলে কাজের শুরুতে তার রীতি ও কৌশলটা বুঝে উঠতে কিছুটা সময় লাগবে খেলোয়াড়দের। ক্লপ জানিয়েছেন দল যদি বাজে পারফর্মেন্স দেখাতে থাকে তাহলে তাকে কঠোরতা দেখাতে হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘কোন খেলোয়াড় যদি পূর্ণ মনোযোগী, প্রস্তুতি, প্রবল ইচ্ছাসহ খুব প্রেরণা নিয়ে চেষ্টা করে তবে কোনভাবেই তাদের সঙ্গে আমি কঠিন হব না। আমার মধ্যে উদারতা আছে এবং শেষ পর্যন্তই এমন খেলোয়াড়দের আগলে রাখব। কিন্তু খেলোয়াড়রা যদি তার জীবনের পেশাদারি অংশটার দায়িত্ব না বোঝে সেক্ষেত্রে সময় ক্ষেপণ ছাড়া অন্যকিছুই হবে না। আমি অবশ্যই তরুণ খেলোয়াড়দের সহায়তা দেব এবং কথা বলে একটি, দুটি এমনকি তিন পর্যন্ত সুযোগও দেব। কিন্তু যারা কিছুটা অভিজ্ঞ এবং বয়েসী খেলোয়াড় হিসেবে অন্য কোচদের কাছে ৪-৫টি সুযাগ পেয়েছেন সেটা আমার পক্ষে সম্ভব হবে না। কারণ আমি এটাকে সময় নষ্ট ছাড়া অন্যকিছু মনে করি না। আমি খেলোয়াড়দের কাছে বন্ধুর মতো হতে চাই, কিন্তু খুব ভাল কোন বন্ধু আমি হতে পারব না।’ ক্লপ শুক্রবার লিভারপুলের মালিকপক্ষের সঙ্গে সাক্ষাত করেন। ইউরোপা লীগে ম্যাচ ড্রয়ের দু’দিন পরই ক্লপ তাদের সঙ্গে সাক্ষাত করেন। সে সময় তিনি যা বলেছেন সেটা একদম পরিষ্কার। জানিয়েছেন ন্যূনতম যে চুক্তি সেটাই করতে চান তিনি। এ বিষয়ে ক্লপ বলেন, ‘তারা শুধু চায় আমি যেন সমস্যার সমাধান করি। এটা সবক্ষেত্রেই সমান। কিন্তু চুক্তির মেয়াদ যত কম হবে ততই দ্রুত ভাল চিন্তা করা সম্ভব হবে। আর সেজন্যই আমি এমনটা চাই। আমি এখানে ম্যানেজার হিসেবে এসেছি। সুতরাং খেলার বিষয়াদি দেখা আমার দায়িত্ব সারাদিন চেষ্টা চালিয়ে যাব।’
×