ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাটমোহর-বওশা সড়কে খানাখন্দ ॥ দুর্ভোগ চরমে

প্রকাশিত: ০৫:৪০, ২৬ অক্টোবর ২০১৫

চাটমোহর-বওশা সড়কে খানাখন্দ ॥ দুর্ভোগ চরমে

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৫ অক্টোবর ॥ চাটমোহর-বওশা সড়কের দোদাড়িয়া থেকে চরসেনগ্রাম মহিলা ভোকেশনাল ইনস্টিটিউট পর্যন্ত প্রায় সোয়া কিলোমিটার রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। ১৫ টন ভারবহনে সক্ষম রাস্তাটি দিয়ে প্রতিদিন ৩০-৩৫ টন পাথর বোঝাই গাড়ি চলাচল করায় এ রাস্তাটি ভেঙে গেছে। এলাকাবাসী জানায়, চরসেনগ্রাম মহিলা ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে এক ঠিকাদার প্রতিষ্ঠান ব্লক তৈরি করছে। এ ব্লক তৈরির জন্য ৩০Ñ৩৫ টন পাথর বোঝাই ট্রাক এ রাস্তা দিয়ে চলাচল করার কারণে রাস্তার এ করুণ অবস্থা হয়েছে। রাস্তাটি দেবে ভেঙে যাওয়ায় এ রাস্তায় চলাচলকারী অন্যান্য যানবাহন ও এলাকাবাসী ভোগান্তি পোহাচ্ছে। বিলচলন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন জানিয়েছেন, ওই ঠিকাদারী প্রতিষ্ঠান ১০ চাকার গাড়িতে করে ভারি মালামাল বহন করায় মাত্র কয়েক দিনেই রাস্তাটি ভেঙে চুরমার হয়ে গেছে। রাস্তাটি ভেঙে যাওয়ায় অন্যান্য যানবাহন চলাচল চরমভাবে বিঘিœত হচ্ছে।
×