ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাপাহারে বৈদ্যুতিক তারে জড়িয়ে ট্রাক চলকের মৃত্যু

প্রকাশিত: ২২:২৭, ২৬ অক্টোবর ২০১৫

সাপাহারে বৈদ্যুতিক তারে জড়িয়ে ট্রাক চলকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার বিকেলে নওগাঁর সাপাহারে খড় বোঝাই ট্রাকে বৈদ্যুতিক তার জড়িয়ে ভষ্মিভূত ঘটনায় আহত ট্রাকের চালক শামিম হোসেন (৫০) রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। জানা গেছে, রবিবার বিকেল ৪টায় ট্রাক (ঢাকা মেট্রো-ট, ১৪-৬৯৬৪) ভর্তি খড় নিয়ে গন্তব্যস্থলে যাবার পথে উপজেলার হরিপুর মোড়ের কাছে পৌছিলে রাস্তার ওপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে খড় ও পুরো ট্রাকে আগুন ধরে যায়। সেই আগুনের হাত থেকে ট্রাকটি বাঁচাতে গিয়ে চালকের সমস্ত শরীর আগুনে ঝলসে যায়। স্থানীয় লোকজন ট্রাকের ভিতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চালক শামিমকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক শামিম হোসেন হাসপাতালে মারা যায়। চালক শামিম হোসেন নওগাঁর পতœীতলা উপজেলার দামাহার গ্রামের মৃত জিয়া উদ্দীন মন্ডলের পুত্র বলে জানা গেছে।
×