ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাহাড় কাটা বন্ধ, প্রাকৃতিক বন সংরক্ষণের দাবিতে ডিসি-এসিএফকে স্মারকলিপি

প্রকাশিত: ০০:০৩, ২৬ অক্টোবর ২০১৫

পাহাড় কাটা বন্ধ, প্রাকৃতিক বন সংরক্ষণের দাবিতে ডিসি-এসিএফকে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে পাহাড় কাটা বন্ধ করে প্রাকৃতিক বন সংরক্ষণ ও সুরক্ষার দাবি জানিয়েছে জনউদ্যোগ নামের একটি নাগরিক সংগঠন। আজ সোমবার সকালে শেরপুরের জেলা প্রশাসক ও বনবিভাগের সহকারী বন সংরক্ষক বরাবরে এ সংক্রান্ত ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, ডিডিএলজি এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া, কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু ও শরিফুর রহমান, শারি’র জেলা সমন্বয়কারী সোলাইমান আহমেদ এবং জনউদ্যোগ জেলা কমিটির সদস্য সচিব হাকিম বাবুলসহ কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
×