ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিটিআরসির নতুন চেয়ারম্যান শাহজাহান

প্রকাশিত: ০১:০৩, ২৬ অক্টোবর ২০১৫

বিটিআরসির নতুন চেয়ারম্যান শাহজাহান

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী শাহজাহান মাহমুদ। সোমবার সকালে তিনি দায়িত্ব নেন বলে বিটিআরসি সচিব মোঃ সরওয়ার আলম। যোগদানের পরপরই শাহজাহান মাহমুদ বিটিআরসি কমিশনারদের সঙ্গে বৈঠক করেন এবং এরপর বিটিআরসির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সরওয়ার বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে নতুন চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে আরও উদ্যেগী হওয়ার আহ্বান জানান।” এছাড়া তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নে ‘পারফরমেন্স অ্যাওয়ার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান সরওয়ার। সুনীল কান্তি বোস অবসরে যাওয়ায় শাহজাহানকে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী শাহজাহান ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
×