ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচনে প্রস্তুত আসাদ

প্রকাশিত: ০১:০৬, ২৬ অক্টোবর ২০১৫

প্রেসিডেন্ট নির্বাচনে প্রস্তুত আসাদ

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার জনগণ চাইলে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন এবং তাতে অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া (আরআইএ) বার্তা সংস্থার খবরে বলা হয়, রোববার দামেস্কে রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন আসাদ। কূটনীতিক আলেক্সান্ডার ইউশচেঙ্কোর বরাত দিয়ে রিয়া জানায়, "আসাদ বলেছেন, সিরিয়ার জনগণ যদি মনে করে প্রেসিডেন্ট নির্বাচন জরুরি তবে তিনি তার বিরোধিতা করবেন না এবং নির্বাচনে অংশ নেবেন।" বৈঠকে অংশ নেয়া কূটনীতিকদের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, আসাদ সিরিয়ার সংবিধান সংশোধনের ইচ্ছাও প্রকাশ করেছেন এবং আগ্রহের সঙ্গে জাতীয় নির্বাচন আয়োজন করতেও রাজি হয়েছেন। রাশিয়া আসাদের শক্তিশালী মিত্র। এর আগে শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ক্রেমলিন চায় সিরিয়া জাতীয় এবং প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুক। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমেও রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে আসাদের বৈঠকের খবর প্রকাশ পেয়েছে। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা জানানো হয়নি।
×