ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুরস্কে দুই পুলিশ ও চার আইএস জঙ্গি নিহত

প্রকাশিত: ০১:৪২, ২৬ অক্টোবর ২০১৫

তুরস্কে দুই পুলিশ ও চার আইএস জঙ্গি নিহত

অনলাইন ডেস্ক ॥ তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে একটি বাড়িতে অভিযান চলাকালে দুপক্ষের গোলাগুলিতে দুই পুলিশ ও ইসলামিক স্টেটের (আইএস) চার জঙ্গি নিহত হয়েছেন। সোমবার ভোররাতে দক্ষিণপূর্বাঞ্চলীয় কায়াপিনার জেলার কুর্দি অধ্যুষিত শহর দিয়ারবাকিরে শহরে এ ঘটনা ঘটেছে বলে তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে দুপক্ষের মধ্যে লড়াই চলছিল। সম্প্রতি রাজধানী আঙ্কারায় জোড়া আত্মাঘাতী বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হন। হামলার জন্য আইএসকে দায়ী করা হয়। তারপর থেকে সন্দেহভাজন আইএস সেলগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করে তুর্কি কর্তৃপক্ষ। তবে ১০ অক্টোবরের ওই প্রাণঘাতী হামলায় আইএসের সঙ্গে সিরিয়ার গোয়েন্দা পুলিশ ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীরাও জড়িত বলে গেল সপ্তায় অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট তাইয়িপ এরদোয়ান।
×