ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্ড ছাড়বে ওয়ান ব্যাংক

প্রকাশিত: ০৪:৫২, ২৭ অক্টোবর ২০১৫

বন্ড ছাড়বে ওয়ান ব্যাংক

টায়ার-২ এর আওতায় মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ লক্ষ্যে ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে ব্যাংকটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এ বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এ বিষয়ে সংশ্লিষ্ট নীতি নির্ধারক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর বন্ড ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×