ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক সংস্কার ও উন্নয়নে চসিকের শত কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০৫:১৬, ২৭ অক্টোবর ২০১৫

সড়ক সংস্কার ও  উন্নয়নে চসিকের  শত কোটি  টাকার প্রকল্প

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্ষায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত নগরীর ৪১টি ওয়ার্ডে সড়ক সংস্কার ও উন্নয়নে প্রায় একশ’ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবং প্রকৌশল বিভাগের যৌথ মূল্যায়নে এ সকল প্রকল্প অনুমোদিত হয়। চসিক সূত্রে জানানো হয়, চলতি অর্থ বছরে প্রায় ৬শ’ কোটি টাকার উন্নয়ন টার্গেট করে প্রাথমিক পর্যায়ে একশ’ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে। এর মধ্যে জাইকার সিজিপি প্রকল্পের ১৮৭ কোটি ৮৩ লাখ ৭১ হাজার আটশ’ ৭৭ টাকার টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রবিবার দুপুরে প্রকৌশল বিভাগের বৈঠকে এ তথ্য উপস্থাপিত হয়। বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সভাপতিত্ব করেন।
×