ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সভাপতি সম্পাদকসহ ৪৬ জনের জামিন না মঞ্জুর

প্রকাশিত: ০৫:১৬, ২৭ অক্টোবর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সভাপতি সম্পাদকসহ  ৪৬ জনের জামিন  না মঞ্জুর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সোমবার দুপুরে বিভিন্ন মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত ৪২ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ২০১৪ সালের প্রথমদিকে হামলা, ভাংচুরসহ বিভিন্ন ঘটনায় পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সকালে অভিযুক্তরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে। আসামিপক্ষের আইনজীবীরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সাজানো উল্লেখ করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) মহিউদ্দিন খান মাসুম জামিনের বিরোধিতা করেন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার উভয়পক্ষের বক্তব্য শোনার পর ৪২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর মধ্যে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লাসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে।
×