ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিন্দুকেশ পর্বতের ভূমিকম্পে নিহত ২৭৫, আহত দুই সহস্রাধিক

প্রকাশিত: ১৯:১৭, ২৭ অক্টোবর ২০১৫

হিন্দুকেশ পর্বতের ভূমিকম্পে নিহত ২৭৫, আহত দুই সহস্রাধিক

অনলাইন ডেস্ক ॥ হিন্দুন্দুকুশ পর্বতে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তান মিলিয়ে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে দুই সহস্রাধিক। সোমবার বিকালে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে ভারত ও বাংলাদেশ থেকেও। বিস্তৃত এলাকার টেলিযোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষয়ক্ষতির খবর পেতে দেরি হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ কারছেন আফগানিস্তান ও পাকিস্তানের কর্মকর্তারা। এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭৫ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের আগে রোববার ভারী বৃষ্টিপাত ও তুষারপাতে পাকিস্তানের পার্বত্য উত্তরাঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় থাকা কয়েক হাজার পর্যটক আটকা পড়েন। ভূমিকম্পের পর সেখানকার পরিস্থিতির কোনো খবর পাওয়া যায়নি। ওদিকে আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের ক্রমবর্ধমান তৎপরতার কারণে উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ নিয়ে জটিলতা দেখা দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে অন্ততপক্ষে ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
×