ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নতুন জামাকাপড়ে বিষ মিশে আছে

প্রকাশিত: ২১:০৩, ২৭ অক্টোবর ২০১৫

নতুন জামাকাপড়ে বিষ মিশে আছে

অনলাইন ডেস্ক॥ শপিং মলে ঘুরতে গিয়ে নিউ ব্র্যান্ডের জামা, প্যান্ট বা শাড়ি দেখে আর লোভ সামলাতে পারলেন না। তখনই কিনে ফেললেন ট্যাঁকের কড়ি খরচা করে। কিন্তু এটা কি জানেন নতুন জামার সঙ্গে আপনি ‘ফ্রি’তে নিয়ে যাচ্ছেন বিষ। হ্যাঁ, বিষয়টা আশ্চর্য হলেও এমনটাই দাবি করছেন এক দল বিজ্ঞানী। স্টকহম বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক পরীক্ষা করে দেখেন, পোশাক প্রস্তুতকারী সংস্থাগুলি পোশাক তৈরির সময় যে ধরনের রাসায়নিক ব্যবহার করে তা থেকেই সৃষ্টি হচ্ছে এই বিষের। কেনার পর যখন পোশাক পরা হয়, তখন ওই বিষই ত্বকের সংস্পর্শে এসে নানা রকম শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। গবেষকরা এটাও জানান, প্রায় হাজার রকমের রাসায়নিক ব্যাবহার করা হয় পোশাক তৈরিতে। তার মধ্যে একশোটি চিহ্নিত করতে পেরেছেন তাঁরা। নতুন জামাকাপড় ধোয়ার পরেও ওই বিষ নাকি দূর হয় না, বলেও দাবি গবেষকদের। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×