ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বড়পুকুরিয়ায় দীঘিপাড়া কয়লা খনি উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশিত: ২২:০৫, ২৭ অক্টোবর ২০১৫

বড়পুকুরিয়ায় দীঘিপাড়া কয়লা খনি উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ বড়পুকুরিয়া কয়লা খনির অধিবেশন কক্ষে সোমবার সন্ধ্যা ৭ টায় দীঘিপাড়া কয়লাক্ষেত্র উন্নয়নের লক্ষ্যে বিএমডি ও বিসিএমসিএল এর মধ্যে ২১ অক্টোবর/১৫ তারিখে স্বাক্ষরিত চুক্তি উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজন করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ । এতে অংশ নেন কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুজ্জামান, হাবিবউদ্দিন আহম্মদ(মহা ব্যবস্থাপক,মাইন অপারেশন),এ বি এম কামরুজ্জামান(মহাব্যবস্থাপক,পি এন্ড ই),আব্দুল মান্নান পাটওয়ারী(মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব),আবুল কাশেম প্রধানীয়া(কোম্পানী সচিব), মোঃ নজমূল হক(উপ-মহাব্যবস্থাপক,অপারেশন এন্ড মেইনটেনেন্স) ,মামুনুর রশীদ সরদার(উপ-ব্যবস্থাপক), আ.কাশেম শিকদার(সভাপতি,সিবিএ) , পার্বতীপুর প্রেসক্লাবের প্রতিনিধি হিসেবে ক্লাবের সম্পাদক আমজাদ হোসেন। এছাড়াও পার্শ্ববর্তী এলাকার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন সভায় উপস্থিত ছিলেন । সভায় উপস্থিত এই খনিতে কর্মরত মাইন এক্সপার্টগন দীঘিপাড়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন সর্ম্পকে গুরুত্বপূর্ন মতামত দেন। ব্যবস্থাপনা পরিচালক বলেন, বডপুকুরিয়া কয়লা খনি দীঘিপাড়া কয়লা উত্তোলনের লাইসেন্স পেয়েছে। সরকারী নির্দ্দেশনায় আমরা অচিরেই কাজ শুরু করবো । বিষয়টি আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে । বড়পুকুরিয়ার মতই দীঘিপাড়ায় কয়লা উত্তোলন কাজে আমরা সফল হবো। দীঘিপাড়া কয়লাক্ষেত্র দিনাজপুরের দক্ষিন অঞ্চল বিরামপুর উপজেলায়।
×