ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে এত দুর্বল সরকার আর আসেনি ॥ অরুণ শৌরি

প্রকাশিত: ০৩:৫৪, ২৮ অক্টোবর ২০১৫

ভারতে এত দুর্বল সরকার আর আসেনি ॥ অরুণ শৌরি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সে দেশের এ যাবতকালের সবচেয়ে দুর্বল সরকার বলে অভিহিত করেছেন প্রবীণ বিজেপি নেতা অরুণ শৌরি। মোদি সরকারের আমলে প্রধানমন্ত্রীর দফতরই সবচেয়ে দুর্বল বলে কটাক্ষ বাজপেয়ী জমানার টেলিকম ও বিলগ্নীকরণ মন্ত্রীর। মোদির ৫৬ ইঞ্চি বুকের ছাতিকে উড়িয়ে দিয়ে বলেন, মোদির ছাতি পাঁচ ইঞ্চির, বাকিটা গ্যাস। তিনি বলেন, অর্থনীতি সামাল দেয়ার অর্থ গণমাধ্যমে নিজের উপস্থিতি তুলে ধরা। এ কাজটি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলেই শুরু হয় বলে তিনি মনে করেন। নয়াদিল্লীতে মঙ্গলবার একটি বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর দ্য হিন্দু ও জি নিউজের। শৌরি বলেছেন, মোদির ৫৬ ইঞ্চি ছাতি আদৌ নেই। আর থাকলেও সেটাতে মাত্র সাড়ে পাঁচ ইঞ্চি ছাতি আর বাকিটা গ্যাস। ইদানিং মোদিকে এভাবে আক্রমণ রাহুল কিংবা সোনিয়া গান্ধী অথবা নীতিশ, লালুরাও করেননি। শৌরির আক্ষেপ, প্রধানমন্ত্রীর দফতর যে এমন দুর্বল হতে পারে এই প্রথম তা টের পাওয়া যাচ্ছে এই সরকারের আমলে। তার দাবি, মনমোহন সিংয়ের জামানায় প্রধানমন্ত্রীর দফতর অনেক বেশি কার্যকরী ছিল। এর পাশাপাশি এদিন মোদি সরকারের আর্থিক নীতিরও সমালোচনা করেছেন তিনি। বর্তমান এনডিএ সরকার আর্থিক পরিস্থিতি সামলানোর চেয়ে খবরের শিরোনামে থাকতেই বেশি উৎসাহী বলে কটাক্ষ করেছেন শৌরি। তিনি বলেন, এখন তো লোকে মনমোহন সিং জমানার কথা মনে করতে শুরু করেছেন। এই সরকারের নীতি প্রণয়নের পদ্ধতি কংগ্রেসেরই মতো। তিনি আরও বলেছেন, এই সরকারে প্রত্যেকই ব্যস্ত ও খেটে চলেছেন। কিন্তু ইউপিএ জমানায় যে দুটি বড় সমস্যা ছিল তার কোন সমাধান হচ্ছে না। আর্থিক সংস্কারের ক্ষেত্রে সরকারের ব্যর্থতাকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। তার আরও দাবি, সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন শিল্পপতিরা। কোন কাজ না হওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষে পার্লামেন্টকে অজুহাত হিসেবে তুলে ধরা হচ্ছে।
×