ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন কংগ্রেসে সাইবার নিরাপত্তায় নতুন আইন পাস

প্রকাশিত: ১৯:২০, ২৮ অক্টোবর ২০১৫

মার্কিন কংগ্রেসে সাইবার নিরাপত্তায় নতুন আইন পাস

অনলাইন ডেস্ক ॥ সাইবার নিরাপত্তা জোরদারে ও হ্যাকিং প্রতিরোধে মার্কিন কংগ্রেসে নতুন একটি আইন পাস করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) ৭৪-২১ ভোটে বিলটি পাস করে মার্কিন সিনেট। এতে করে এখন থেকে দেশটির সব প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা প্রশ্নে সরকারের সঙ্গে স্বেচ্ছায় তথ্য আদান-প্রদান করতে পারবে। সম্প্রতি দেশটিতে সরকারি-বেসরকারি ও ব্যবসাখাতে হ্যাকারদের নিপীড়ন বেড়ে যাওয়ায় এ পথে হাঁটলো সরকার। গত সপ্তাহে হোয়াইট হাউজ বিল পাসের ব্যাপারে সিনেটের সঙ্গে একাত্মতার ঘোষণা দেয়। তবে প্রেসিডেন্টের সামনে হাজির করার আগে বিলটিতে বেশ কিছু সংশোধনীরও প্রস্তাব করা হয়। ‘সাইবারসিকিউরিটি ইনফরমেশন শেয়ারিং অ্যাক্ট (সিআইএসএ)’ শীর্ষক এই বিলের ফলে আরও বেশি করে মানুষের ব্যক্তিগত তথ্য জাতীয় নিরাপত্তা এজেন্সি ও অন্যান্য সরকারি গোয়েন্দাদের হস্তগত হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।
×