ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের জন্য মজুরি কমিশন দাবি

প্রকাশিত: ২০:৩২, ২৮ অক্টোবর ২০১৫

শ্রমিকদের জন্য মজুরি কমিশন দাবি

স্টাফ রিপোর্টার॥ জাতীয় মজুরি ঘোষণা, শ্রম নীতিমালা প্রণয়ন এবং পে-কমিশনের মত শ্রমিকদের মজুরি কমিশন ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে বক্তরা বলেন, শ্রমিক অধিকার আদায়ে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষষ হচ্ছে ২০০৬ সালে প্রনীত ও ২০১৩ সালে সংশোধিত এবং সর্বশেষ ২০১৫ সালের শ্রম বিধিবিধান শ্রমিকদের অধিকার ও স্বার্থ দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যে আইন বিধিমালা প্রণয়ন করা হয়েছে তাতে শ্রমিকদের স্বার্থ না মালিকের স্বার্থের অগ্রাধিকার পেয়েছে। আমরা মালিকদের স্বার্থ রচিত আইন সংশোধনের দাবি জানাচ্ছি। সংগঠনের সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, সহ সভাপতি একেএম মাহবুব আলম, ইমারত আলী, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ। ##
×