ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশেষ সম্মাননা পাচ্ছেন গোলাম মোহাম্মদ ইদু

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত: ০৪:৪১, ২৯ অক্টোবর ২০১৫

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠার ৪৭ বছর অতিক্রম করতে যাচ্ছে আজ। এ উপলক্ষে ‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’ এ সেøাগানকে ধারণ করে আজ বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বিকেল ৪টায় শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার পর জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন, দুটি দলীয় গণসঙ্গীত পরিবেশনার পর থাকবে বিশেষ যন্ত্রসঙ্গীত পরিবেশনা। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা টিএসসি থেকে শাহবাগ মোড় হয়ে আবার অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হবে। পরে আলোচনা পর্বে উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে এতে অংশ নেবেন সৈয়দ আজিজুল হক, উদীচীর সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, প্রতিষ্ঠাকালীন সদস্য আখতার হুসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ, রেজাউল করিম সিদ্দিক রানা, উদীচীর সাবেক সহ-সভাপতি কাজী মদিনা এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদারসহ অন্যরা। আলোচনা সভার পর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য, সত্যেন সেন-এর ঘনিষ্ঠ সহকর্মী এবং উদীচীর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেয়া হবে। সম্মাননা হিসেবে গোলাম ইদুর হাতে ক্রেস্ট ও শাল তুলে দেবেন উদীচীর কেন্দ্রীয় নেতারা। এরপর শুরু হবে গান-নৃত্য-আবৃত্তি পরিবেশনা পর্ব। এ পর্বে দলীয় সঙ্গীত পরিবেশন করবে ঋষিজ শিল্পীগোষ্ঠী, উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ এবং উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এছাড়া একক সঙ্গীত পরিবেশন করবেন উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য তাজিম সুলতানা, সহ-সভাপতি মাহমুদ সেলিম, ফকির সিরাজ এবং হাসান মাসুদ। থাকবে বরেণ্য বাচিক শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় এবং উদীচীর সহ-সভাপতি বেলায়েত হোসেনের একক আবৃত্তি পরিবেশনা। এছাড়া, দলীয় নৃত্য পরিবেশন করবে লুবনা মারিয়ম পরিচালিত সংগঠন ‘সাধনা’। প্রসঙ্গত, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মানুষের অধিকার আদায়ের লড়াকু কণ্ঠস্বর, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত ও সাম্যবাদী সমাজ গঠনে লড়াই-সংগ্রামের সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ১৯৬৮ সালের আজকের দিনে শিল্পী-সংগ্রামী সত্যেন সেন এবং সাহিত্যিক সাংবাদিক রণেশ দাশগুপ্তসহ সেসময়ে কয়েকজন প্রগতিশীল চেতনাসম্পন্ন মানুষের প্রচেষ্টায় তৈরি হয় উদীচী।
×