ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুলছাত্র হত্যার ঘটনায় ২৫ দিন পর মামলা ॥ সৎ মা গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৮, ২৯ অক্টোবর ২০১৫

স্কুলছাত্র হত্যার ঘটনায় ২৫ দিন পর মামলা ॥ সৎ মা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৮ম শ্রেণীর ছাত্র সোহাগ হত্যার ঘটনায় ২৫ দিন পর বৃহস্পতিবার সকালে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নিহত সোহাগের সৎ মা আছিয়া (২৫) কে বৃহস্পতিবার সকালে প্রভাতকরদী এলাকা থেকে গ্রেফতার করেছে। গত ৫ অক্টোবর নিখোঁজ হওয়ার একদিন পর প্রভাকরদী এলাকার একটি পুকুরপাড় থেকে সোহাগের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগের পিতা পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে তার দ্বিতীয় স্ত্রী আছিয়া বেগম, শ্যালিকা সামসুন্নাহার বেগম ও শ্যালিকার স্বামী সফর আলী কবিরাজকে আসামী করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা মামলা নেয়া হয়েছে। এ ঘটনায় নিহতের সৎ মা আছিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার আসল রহস্য বের হয়ে আসবে তিনি ধারণা করছেন।
×