ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘শেষ ভাল যার, সব ভাল তার’

প্রকাশিত: ০৩:২০, ৩০ অক্টোবর ২০১৫

‘শেষ ভাল যার, সব ভাল তার’

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ ইস্ট বেঙ্গলের মোট শিরোপা সংখ্যা ১৩৬। আর চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মাত্র ১টি (২০১৩ সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ)! ৯৫ বছরের পুরনো ক্লাব ইস্ট বেঙ্গল। আর চট্টগ্রাম আবাহনীর বয়স অর্ধেক, ৪৩। এএফসির ক্লাব র‌্যাঙ্কিংয়ে ৭৪ নম্বরে ইস্টবেঙ্গলের অবস্থান। সেক্ষেত্রে র‌্যাঙ্কিংয়েই আসতে পারেনি আবাহনী। শরোপা সংখ্যা, বয়স, অভিজ্ঞতা সবদিকেই এগিয়ে আছে ভারতের কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে শুক্রবার যদি স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড তাদের হারিয়ে দিতে পারে, তাহলে ওসব পরিসংখ্যান পানসে হয়ে যাবে। ‘শেষ ভাল যার, সব ভাল তার। এতদূর এসে আর শিরোপা হাতছাড়া করতে চাই না। আন্তর্জাতিক ফুটবলে আমাদের অনেকদিন ধরে কোন সাফল্য নেই। এই সাফল্যটা অর্জন করে নিতে আমরা প্রস্তুত ও মরিয়া। কথাগুলো জাহিদ হাসান এমিলির। চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক-ফরোয়ার্ড। তিনি আরও বলেন, ‘দুই ক্লাবেই জাতীয় দলের একাধিক ফুটবলার খেলছে। সেই হিসেব যদি বিবেচনায় নেয়া হয়, তাহলে এটাকে শুধু ক্লাব বনাম ক্লাব নয়, বাংলাদেশ বনাম ভারতের লড়াইও বলতে পারেন।’
×