ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রামীণ ফোনের এন্টারপ্রাইজ সার্ভিস কিয়স্ক উদ্বোধন

প্রকাশিত: ০৫:৪০, ৩০ অক্টোবর ২০১৫

গ্রামীণ ফোনের এন্টারপ্রাইজ সার্ভিস কিয়স্ক উদ্বোধন

তেজগাঁওয়ে গ্লোব ফার্মাসিটিক্যালস গ্রুপের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এন্টারপ্রাইজ সার্ভিস কিয়স্কের উদ্বোধন করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের চলমান সেবাদান কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। সার্ভিস কিয়স্কটির উদ্বোধন করেন গ্লোব ফার্মা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ ও গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম। সদ্য চালু হওয়া এই সার্ভিস কিয়স্কের কার্যক্রমের মাধ্যমে গ্লোব ফার্মা গ্রুপের বিজনেস সল্যুশন গ্রাহকরা শক্তিশালী নেটওয়ার্কের তাৎক্ষণিক টেলিযোগাযোগ সেবা পাবেন। গত নয় বছর ধরে গ্লোব ফার্মা গ্রামীণফোনের কর্পোরেট প্যাকেজ ব্যবহার করে আসছে। গ্লোব ফার্মাসিটিক্যালসে কর্মরত সহস্রাধিক কর্মী গ্রামীণফোনের ভয়েস, ডাটাসহ অন্যান্য মোবাইল সেবা ব্যবহার করছেন। এ কিয়স্কের মাধ্যমে সিম রিপ্লেসমেন্ট, তাৎক্ষণিকভাবে দেয়া যায় এমন সব সেবা ও বিল পরিশোধসহ অন্য কিছু সেবা পাওয়া যাবে। -বিজ্ঞপ্তি মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচন ৮ ডিসেম্বর স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচন আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের মিডিয়া সেন্টারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীকে ১১ নবেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৪ নবেম্বর মনোনয়পত্র বাছাই করা হবে। প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ২২ নবেম্বর। গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ আসনের সাবেক এমপি সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মারা যান। তার আসনটি শূন্য হওয়ায় ১২ ডিসেম্বরের মধ্যে সেখানে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। বিধান অনুযায়ী কোন আসন শূন্য ঘোষণার পর ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।
×