ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্গম এলাকায় নেটসেবা পৌঁছে দিতে গুগলের বেলুন সার্ভিস

প্রকাশিত: ০৬:২৪, ৩০ অক্টোবর ২০১৫

দুর্গম এলাকায় নেটসেবা পৌঁছে দিতে গুগলের বেলুন সার্ভিস

হিলিয়াম বেলুন নিয়ে গবেষণা শুরু করেছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল। কোম্পানিটি আগামী বছর স্ট্র্যাটোস্ফিয়ারে (বায়ুম-লের উপরের স্তর) ইন্টারনেট বিকীরণকারী হিলিয়াম বেলুন পাঠাবে। এ বিষয়ে ইন্দোনেশিয়ার তিনটি মোবাইল অপারেটরের সঙ্গে গুগলের চুক্তি সম্পাদিত হয়েছে। খবর এএফপি ও গার্ডিয়ান অনলাইনের। উচ্চাভিলাষী ‘প্রজেক্ট লুন’-এর লক্ষ্য দুর্গম ও অনুন্নত এলাকায় ইন্টারনেটসেবা পৌঁছানো। এই উদ্দেশ্যে বায়ুম-লে সহস্রাধিক হাইটেক বেলুন স্থাপন করবে গুগল। সাধারণ যাত্রীবাহী বিমান যত উঁচু দিয়ে ওড়ে এই বেলুনগুলো বসানো হবে তার দ্বিগুণ উচ্চতায়। গুগল জানিয়েছে, বেলুনগুলো খালি চোখে দেখা যথেষ্ট কষ্টসাধ্য হবে। ২০১৩ সালে নিউজিল্যান্ডে এই বেলুন প্রথমবারের মতো পরীক্ষা করা হয়। এরপর দ্বিতীয় রাউন্ডের পরীক্ষার জন্য ইন্দোনেশিয়াকে বেছে নেয়া হয়েছে।
×