ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাকা আত্মসাত ॥ চার্জশীট অনুমোদন

প্রকাশিত: ০৮:৩০, ৩০ অক্টোবর ২০১৫

টাকা আত্মসাত ॥ চার্জশীট অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাত মামলায় বিটিসিমএলের ৫ শীর্ষ কর্মকর্তাকে বাদ দিয়ে চার্জশীট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার কমিশন এ চার্জশীট দাখিলের অনুমোদন দিয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা জনকণ্ঠকে এ সব তথ্য নিশ্চিত করেছেন। চার্জশীটে যাদের আসামি করা হয়েছে তাঁরা হলেন আইপাওয়ার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের পরিচালক মাকসুদুল লতিফ মিঠু এবং ওই প্রতিষ্ঠানের লোকাল পার্টনার ও রাজটেক লিমিটেডের এমডি মোঃ হাসিবুল বাসার। অন্যদিকে মামলার তদন্তে এজাহারভুক্ত আসামিদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাঁরা হলেন বিটিসিএলের সাবেক পরিচালক ও বর্তমানে উপপ্রকল্প পরিচালক-২ মোঃ মাহফুজার রহমান, বিটিসিএলের পরিচালক (পরিদর্শন) মোঃ মাহবুবুর রহমান, উপ-পরিচালক (বৈদেশিক সংগ্রহ) আবদুল হালিম, বিটিসিএলের সাবেক ভারপ্রাপ্ত এমডি ও সদস্য (অর্থ) ড. আবু সাঈদ খান এবং টেলিটকের ডিজিএম ও বিটিসিএলের প্রাক্তন বিভাগীয় প্রকৌশলী (আসিটি) এ কে এম আসাদুজ্জামান।
×