ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুরারোগে ঠাকুরগাঁওয়ে এক মাসে ২৯টি গরুর মৃত্যু

প্রকাশিত: ২২:৩০, ৩০ অক্টোবর ২০১৫

খুরারোগে ঠাকুরগাঁওয়ে  এক মাসে ২৯টি গরুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় খুরারোগে আক্রান্ত হয়ে গত এক মাসে ২৯টি গরু মারা গেছে এবং আরও সহস্রাধিক গরু আক্রান্ত হয়েছে। জানা যায়, পীরগঞ্জ পৌরসভার তাজপুর ও মিত্রবাটি, পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভাকুড়া বিলপাড়া, নারায়নপুর ও ক্ষিদ্রগড়গাঁও, দৌলতপুর ইউনিয়নের মলি¬কপুর হাজিপাড়া, মলি¬কপুর ভুষিপাড়া ও বলাইহাট, হাজিপুর ইউনিয়নের সাটিয়া, ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ ও গাজীপাড়া, খনগাঁও ইউনিয়নের খনগাঁও ও বসির মাস্টারপাড়া, জাবহাটের হাটপাড়া সহ আরও ১৫-১৬টি গ্রামে এক মাসে ২৯টি গরু খুরারোগে মারা গেছে। এ ঘঁনায় এলাকার মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। মলি¬কপুর গ্রামের জয়নন্দ রায় বলেন, প্রাণিসম্পদ অফিস থেকে খুরারোগের ওষুধ সরবরাহ করা হয়না। আর ওষুধ না পাওয়ায় তাদের গরু গুলো মারা যাচ্ছে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উপজেলায় ১ লাখ গরু, ৩ হাজার মহিষ ও ১ লাখ ১৬ হাজার ছাগল রয়েছে। প্রয়োজনের তুলনায় খুরারোগের ভ্যাকসিনের সরবরাহ কম। আর এ কারণে প্রয়োজনয়ি খুরারোগের ভ্যাকসিন সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।
×