ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত জোট সরকার এই দেশের চিনি শিল্পকে ধ্বংস করেছিল শিল্প মন্ত্রী

প্রকাশিত: ২২:৫৩, ৩০ অক্টোবর ২০১৫

বিএনপি-জামায়াত জোট সরকার এই দেশের চিনি শিল্পকে ধ্বংস করেছিল শিল্প মন্ত্রী

সংবাদদাতা, নাটোর॥ শিল্প মন্ত্রী আমির হোসেন আমু অভিযোগ করে বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার এই দেশের চিনি শিল্পকে ধ্বংস করে চিনিকলগুলোকে রুগ্ন শিল্পে পরিণত করেছিল। বর্তমান সরকার সেই রুগ্ন শিল্পকে আবারো উজ্জীবিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। শুক্রবার দুপুরে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরে আয়োজিত আখ চাষী সমাবেশে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে দেশের ১৫টি চিনিকলের মহাব্যবস্থাপকসহ স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিল্প মন্ত্রী সুগার মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্ধোধন করেন। এবছর নর্থ বেঙ্গল সুগার মিল ২লাখ ৪০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৯হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। চিনি আহরনের গড় লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৭.৫০ মেট্রিক টন।
×