ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে আলোর ফাঁদ জ্বালিয়ে পরিবেশ অক্ষুন্ন রেখে পোকা দমন করছে কৃষকরা

প্রকাশিত: ০০:০২, ৩০ অক্টোবর ২০১৫

ঝালকাঠিতে আলোর ফাঁদ জ্বালিয়ে পরিবেশ অক্ষুন্ন রেখে পোকা দমন করছে কৃষকরা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি জেলায় আমন ধানের ক্ষেতে পোকার আক্রমন দেখা দেওয়ায় কৃষি বিভাগ কৃষকদেরকে ক্ষেতে ডাল পোতা ও সন্ধ্যায় প্রতিদিন নূন্যতম ১ ঘন্টা করে আলোর ফাদ জ্বালিয়ে পোকা দমনের উদ্যোগের নিয়েছে। আলো জ্বালিয়ে তার নিচে সাবানের পানি রেখে দেয়া হয়। রাতে ধানের ক্ষতিকর পোকা আলো দেখে ক্ষেত ছেড়ে সেখানে আসে এবং আলোর আগুনে পুরে অথবা সাবানের পানিতে পড়ে মারা যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার পোকা নিধন হচ্ছে। এছাড়াও ডাল পোতার কারণে পাখি ডালে বসে ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলছে। কৃষকরা আলোর ফাঁদ পদ্ধতি ব্যবহার করে কীটনাশকের ব্যবহার না করে পরিবেশ বজায় রেখে কৃত্রিম পদ্ধতিতে পোকা দমন করে লাভবান হচ্ছে। এই পদ্ধতি ব্যবহারের ফলে কৃষকদের তেমন কোন খরচ হচ্ছে না। ঝালকাঠি সদর উপজেলার বংকুরা ব্লকে বৃহস্পতিবার রাতে বিভিন্ন ধান ক্ষেতের পাশে আলোর ফাদ পাতা হয়েছে। কৃষকদেরকে হাতে কলমে এর ফলাফল দেখানোর জন্য কৃষি বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: আলাউদ্দিন খান উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান খান, মনোজিত মিত্র, ফনি ভুষন ঢালী ও স্মৃতি রানী মৃধা তাদের সংশ্লিষ্ট ব্লকে আলোর ফাদ জ্বালানোর সময় এলাকার কৃষকদের নিয়ে উপস্থিত ছিলেন।
×