ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই বছর পর উসমান খাজা

প্রকাশিত: ০৩:০৩, ৩০ অক্টোবর ২০১৫

দুই বছর পর উসমান খাজা

স্পোর্টস রিপোর্টার ॥ ঠিক দুই বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন পাকিস্তানী বংশোদ্ভূত দেশটির প্রথম মুসলিম ক্রিকেটার শন মার্শ। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলে নেয়া হয়েছে তরুণ জো বার্নসকেও। ফলে জায়গা হারিয়েছেন ক্যামেরন ব্যানক্রফট ও শন মার্শ। একাধিক কারণে সিরিজটি আলোচিত। ইংল্যান্ড সফরে এ্যাশেজ ভরাডুবির দায় মাথায় নিয়ে নেতৃত্ব-দল দুইই ছেড়েছেন মাইকেল ক্লার্ক। অবসরে ক্রিস রজার্স, ব্রাড হ্যাডিন, শেন ওয়াটসনসহ এক ঝাঁক তারকা। তরুণ অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভেন স্মিথ। তার ওপর দড়জায় কড়া নাড়া সিরিজে একটি ম্যাচ হবে দ্বিবারাত্রির। এ্যাডিলেড ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় নতুন ইতিহাসে প্রবেশ করবে টেস্ট ক্রিকেট। বৃহস্পতিবার ব্রিসবেনের গ্যাবায় প্রথম টেস্ট দিয়ে শুরু দুই তাসমান প্রতিবেশীর মধ্যকার সাদা পোষাকের দ্বৈরথ। পার্থে দ্বিতীয় টেস্ট ১৩ নবেম্বর থেকে। আর ঐতিহাসিক দ্বিবারাত্রির টেস্টটি ২৭ নবেম্বর থেকে। উসমান খাজা আধুনিক অস্ট্রেলিয়ার অন্যতম আলোচিত ক্রিকেটার। ২০১১ সালের শুরুতে প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া টেস্ট দলে সুযোগ পান। ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও সিডনি থান্ডারের হয়ে দূরন্ত পারফর্ম করে প্রতিভার স্বাক্ষর রাখেন। কিন্তু জাতীয় দলে পাওয়া সুযোগটা সেভাবে কাজে লাগাতে পারেন নি। চার বছরে খেলেছেন ৯টি মাত্র টেস্ট এবং ৩টি ওয়ানডে। সর্বশেষ খেলেছেন ২০১৩-এর আগস্টে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সম্প্রতি ভারত সফরে চমৎকার ব্যাটিং করেন। সফরকারি নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের হয়ে হাকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি (১১১)। ড্র ম্যাচে সামনে থেকে নেৃতৃত্বও দিয়েছেন তিনি। ২৮ বছর বয়সি খাজাকে তাই দলে ফেরালেন সিএ-র নির্বাচকরা। ১২ সদস্যের দলটি বেছে নেয়া হয়েছে প্রথম দুটি টেস্টের জন্য। ধারণা করা হচ্ছে রেখে যাওয়া ক্লার্কের তিন নম্বর পজিশনে ব্যাট করার সুযোগ পাবেন খাজা। তাঁকে জায়গা ছেড়ে দিতে চার নম্বরে নেমে যাবেন স্মিথ। ওপেনিংয়ে ডেডিভড ওয়ার্নারের সঙ্গী হবেন বার্নস। ২৬ বছর বয়সি কুইন্সল্যান্ডের এই ডানাহিত ব্যাটসম্যানের টেস্ট অভিষেক গত বছর ডিসেম্বরে, ঘরের মাটিতে ভারতের বিপক্ষে দুটি মাত্র টেস্ট খেলেছেন তিনি।
×