ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেট সুপার স্টারসে ফ্লেমিং

প্রকাশিত: ০৩:০৪, ৩০ অক্টোবর ২০১৫

সিলেট সুপার স্টারসে ফ্লেমিং

স্পোর্টস রিপোর্টার॥ দ্রুতই এগিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ ক্রিকেটের তৃতীয় আসর। মাঝে এক বছর বাদ থাকার পর এবার আবার শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আকর্ষণীয় এ সিরিজ। ইতোমধ্যেই দল গুছিয়ে নিয়েছে ৬ ফ্র্যাঞ্চাইজি। তবে দলের কোচিং স্টাফ নেয়ার কার্যক্রম এখনও চলছে। এবার বিপিএলে যুক্ত হলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তিনি সিলেট সুপার স্টারসের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেবেন। এবার ৬ দল নিয়ে হবে বিপিএলের তৃতীয় আসর। ইতোমধ্যেই সময়সূচীও ঘোষণা করা হয়েছে। আগামী ২২ নবেম্বর শুরু হবে বিপিএল। ৬ ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটি দল ইতোমধ্যেই বিদেশী কোচ নিয়োগ দিয়েছে। চট্টগ্রাম ভাইকিংস সাবেক ভারতীয় ক্রিকেটার রবিন সিং, রংপুর রাইডার্স বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনশন, বরিশাল বুলস সাবেক দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্রাহাম ফোর্ড এবং ঢাকা ডায়নামাইটস সাবেক অস্ট্রেলিয়ান কোচ মিকি আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দেয়া চূড়ান্ত করেছে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সুপার স্টারস দেশী কোচদের ওপরই আস্থা রেখেছে। ভিক্টোরিয়ান্সের কোচ হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন ও সুপার স্টারস সারোয়ার ইমরানকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে।
×