ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া ৯৩ দিন অরাজকতা করে মানুষ ও গাড়ি পুড়িয়েছেন

প্রকাশিত: ০৫:১৯, ৩১ অক্টোবর ২০১৫

খালেদা জিয়া ৯৩ দিন অরাজকতা করে মানুষ ও গাড়ি পুড়িয়েছেন

আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আরও বলেন, দেশকে পাকিস্তানের মতো অকার্যকর করতে জামায়াত-শিবিরের দোসর এবং বিদেশী চক্র ষড়যন্ত্র করছে। তারা এ দেশের চিনি শিল্পকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা করছে। বেগম খালেদা জিয়া চলতি বছরে ৯৩ দিন দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করেছেন। পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা ও গাড়ি পুড়িয়েছেন। জননেত্রী শেখ হাসিনাকে উনিশবার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাকে রক্ষা করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের ভাত-কাপড়সহ পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। শিক্ষার হার সাতচল্লিশ থেকে বেড়ে একাত্তরে উন্নীত হয়েছে। মানুষের গড় আয় ছিল সাড়ে আট শ’ ডলার এখন হয়েছে তেরো শ’ ডলার। খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। ২০২১ সালের মধ্যেই এদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে। যদিও বিদেশীরা এখনই বলা শুরু করেছে বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। উল্লেখ্য, দেশের লোকসানী মিলগুলো রক্ষার কৌশল হিসেবে দেশে এই প্রথম নির্ধারিত সময়ের এক মাস আগে নর্থ বেঙ্গল চিনি মিলের ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হলো।
×