ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঘারপাড়ায় সালিশ বৈঠকে মারপিট, বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ অক্টোবর ২০১৫

বাঘারপাড়ায় সালিশ  বৈঠকে মারপিট,  বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়ায় সালিশ বৈঠকে মারপিটের শিকার হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হামিদ আলী মোল্লা (৭০) বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের আলিম উদ্দিন মোল্লার ছেলে। জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাইপোর মারপিটের শিকার হন হামিদ আলী। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। হামিদ আলীর পুত্রবধূ ময়না বেগম জানান, তার শ্বশুর হামিদ আলী মোল্লা চাচা শ্বশুর (হামিদ আলীর ভাই) হাশেম আলীর কাছ থেকে প্রায় ৫ মাস আগে ১০ শতক জমি কিনেন। ওই জমিতে সীমানা প্রাচীর দিতে গেলে বাধা দেন হাশেম আলীর ছেলে জাকির। এ কারণে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় নিত্যানন্দপুর গ্রামে শালিস বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে জাকির তার চাচা হামিদ মোল্লাকে মারপিট করে। ঠেকাতে এসে মারপিটের শিকার হন হামিদ আলীর ছেলে রফিকুলও। তাদের দু’জনকে বৃহস্পতিবার রাতে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় হামিদ আলীর মৃত্যু হয়। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ জানান, শালিস বৈঠকে মারপিটের ফলে একজনের মৃত্যুর খবর পেয়েছেন। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
×