ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শীতের পিঠা

প্রকাশিত: ০৬:৪৮, ৩১ অক্টোবর ২০১৫

শীতের পিঠা

বাংলার প্রকৃতিতে শীত আসতে এখনও দেড় মাস বাকি। তারপরও নগর-গ্রামে অনুভূত হচ্ছে শীতের আমেজ। ইট-পাথরের শহরে এই ঋতুতে সকাল হলেই সবুজ ঘাসের ওপর শিশির কণা চোখে পড়ে না। নগরীতেও শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অলিতে-গলিতে ভাসমান দোকানে শীতকালের ‘ভাপা পিঠা’ বিক্রি হচ্ছে। পিঠা বিক্রেতারা প্রতিদিন কোন একটি সড়কের পাশে বা লোকালয়ে নগরবাসীর কাছে পিঠা বিক্রি করেন। শুক্রবার হাতিরঝিল থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×