ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়া এখন আর পরাশক্তি নয়॥ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৯:০৬, ৩১ অক্টোবর ২০১৫

রাশিয়া এখন আর পরাশক্তি নয়॥ যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ রাশিয়া এখন আর পরাশক্তি নয় মন্তব্য করে যুক্তরাষ্ট্র বলেছে, সাবেক সোভিয়েত ইউনিয়নের তুলনায় বর্তমানে বিশ্বে মস্কোর প্রভাব সীমিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও দপ্তর হোয়াইট হাউজের প্রেস সচিব জোস আরনেস্ট সাংবাদিকদের বলেন, “রাশিয়ার আর এখন কোনো পরাশক্তি নয়। গত কয়েক সপ্তাহের পর্যালোচনায় দেখা গেছে, দেশটির অর্থনীতি দুর্বল এবং ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। “তারা এখন বিশ্বের পঞ্চদশ বৃহত্তম অর্থনীতির দেশ এবং স্পেনের চেয়েও পিছিয়ে তাদের অবস্থান।” আরনেস্ট বলেন, এক সময় সাবেক সোভিয়েত ইউনিয়ন যে ধরনের প্রভাব রাখত এখন রাশিয়ার তা নেই। সোভিয়েত আমলের মতো অর্থনেতিক শক্তিও তাদের নেই। “তাদের অর্থনীতি দিন দিন খারাপ হচ্ছে এবং রাশিয়া এখন একঘরে। শুধু ইউরোপের দেশগুলোর সঙ্গে দূরত্বই নয়, সিরিয়ায় গোষ্ঠীগত কাদা ছোড়াছুড়িতে জড়িয়ে এখন তারা দেখতে পাচ্ছে, এই যুদ্ধে তাদের বন্ধু এখন শুধু টালমাটাল পরিস্থিতিতে থাকা সিরিয়া সরকার ও ইরান।” গত চার বছর ধরে গৃহযুদ্ধ চলতে থাকা সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে গত ৩০ সেপ্টেম্বর থেকে সেখানে বিমান চালাচ্ছে রাশিয়া। আসাদের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার এ পদক্ষেপের সমালোচনা করে আসছে। ব্ছরখানেক আগে থেকে ইরাক ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে এলেও ততোটা সফল হয়নি যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। এ পরিস্থিতিতে আইএস দমনের কথা বলে রাশিয়া সিরিয়ায় হামলা শুরু করলেও এই জঙ্গি গোষ্ঠীসহ আসাদবিরোধী সশস্ত্র গ্রপগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। সিরিয়া ও ইউক্রেইন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মতপার্থক্যের কথা স্বীকার করেন হোয়াইট হাউজ মুখপাত্র।
×