ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিমুলিয়া ঘাটে গাঁজা পাচারকালে দুই মহিলা গ্রেপ্তার

প্রকাশিত: ২৩:৫২, ৩১ অক্টোবর ২০১৫

শিমুলিয়া ঘাটে গাঁজা পাচারকালে দুই মহিলা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গাঁজা পাচারের সময় দুই মহিলাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাওয়া নৌ ফাঁড়ি পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে লৌহজংয়ের শিমুলিয়া লঞ্চ ঘাট হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার সিতলপাড়া গ্রামের আমির হোসেনের কন্যা ঝুমা বেগম(১৯) ও শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার সিংরগন গ্রামের মোহাম্মদ আলী ছৈয়ালের কন্যা রিতু আক্তার(২৩)। মাওয়া নৗ-পুলিশ ফাড়ির ইনচার্য এসআই মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স হুমায়ন কবির ও আশিষ কুমারকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় শিমুলিয়া লঞ্চঘাটে অভিজান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ওই দুই মলিাকে গ্রেপ্তার করা হয়। গাঁজাগুলো বি-বাড়িয়া থেকে ঝুমা বেগম বহন করে এনে শিমুলিয়া ঘাটের লঞ্চ পল্টুনে রিতু আক্তারের কাছে হস্তানান্তরের সময় তাদের আটক করা হয়। রিতু আক্তার দীর্ঘদিন ধরে এ নৌ-রুট দিয়ে গাঁজা বহন করে নিয়ে নড়িয়ায় গাঁজার ব্যাবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
×