ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় মানবাধিকার নাট্য উৎসবের সমাপনী

প্রকাশিত: ০৩:৩১, ১ নভেম্বর ২০১৫

নেত্রকোনায় মানবাধিকার  নাট্য উৎসবের সমাপনী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ ‘নাটকে নাটকে হোক প্রতিবাদ’ সেøাগানকে সামনে রেখে নেত্রকোনায় আয়োজিত দু’দিনব্যাপী মানবাধিকার নাট্য উৎসব শনিবার শেষ হয়েছে। মানবাধিকার নাট্য পরিষদের (মানাপ) জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ১৭তম এ নাট্য উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল। উদ্বোধনের পর শহরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে মানবাধিকার নাট্য পরিষদের জেলা শাখার সভাপতি সালাউদ্দিন রুবেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাখেন প্রধান অতিথি এ্যাডভোকেট সুলতানা কামাল, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার খান মোঃ আবু নাসের, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মানাপর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোতাহার আখন্দ, নাট্যকার আহমেদ আলী সিদ্দিকী প্রমুখ। উৎসবে বরাবরের মতো এবারও তিনজন বিশিষ্ট নাট্যশিল্পী ও সংস্কৃতিকর্মীকে সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন সদর উপজেলার সিংহেরবাংলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রবীণ নাট্যশিল্পী বিমল চন্দ্র চক্রবর্তী, মোহনগঞ্জের দেওথান গ্রামের প্রখ্যাত যাত্রার বিবেক গৌরাঙ্গ আদিত্য এবং নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।
×