ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশ বিপাকে

প্রকাশিত: ০৫:৪৩, ১ নভেম্বর ২০১৫

রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশ বিপাকে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ৩১ অক্টোবর ॥ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের পারুয়া গ্রামে কথিত আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ হয় পুলিশ। ইটের আঘাতে গুরুতর আহত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক পুলিশ সদস্য। শুক্রবার রাত ২টায় এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শুক্রবার রাতে পারুয়া ইউনিয়নের পারুয়া গ্রামে আসামিকে গ্রেফতার করতে যায় পুলিশ। আসামি ও তার লোকজন কৌশলে পুলিশদের ঘরের ভিতর আটকে রেখে ডাকাত ডাকাত বলে চিৎকার করে এলাকাবাসীকে ক্ষেপিয়ে তোলে। এলাকায় মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে চিৎকার করে পুলিশের উপর আক্রমণ চালায়। এ সময় ইট পাটকেল নিক্ষেপে থানার কনস্টেবল সেলিম গুরুতর আহত হয়। অভিযুক্ত জসিম জানান, আমি জামিনে আছি। থানায় রি’কলের কপিও জমা দিয়েছি। কিন্তু পুলিশ গভীর রাতে আমার বাড়িতে গেলে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। আমরা কেউ পুলিশের উপর আক্রমণ করিনি। স্থানীয় জনতা বুঝতে না পেরে পুলিশকে আঘাত করেছে।
×