ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুমানিয়ায় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ২৭ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:২৬, ১ নভেম্বর ২০১৫

রুমানিয়ায় নাইট ক্লাবে  ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ২৭ জনের মৃত্যু

রুমানিয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫৫ জন। শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে বুখারেস্টের কালেক্টিভ নাইট ক্লাবে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪০০ জন পদদলিত হয়েছে। খবর ওয়েবসাইটের। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ক্লাবের ভেতরে আতশবাজির প্রদর্শনী চলার সময় একটি পিলার ও ছাদে আগুন লেগে গেলে সেখান থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং পদদলনে এ প্রাণহানির ঘটনা ঘটে। সোভিয়েত আমলে নির্মিত একটি কারখানার বেসমেন্টে থাকা ক্লাবটিতে মোট দুটি দরজা ছিল। তাৎক্ষণিকভাবে মাত্র একটি দরজা খোলা ছিল। সবাই ওই দরজা দিয়ে বের হতে গেলে হুড়োহুড়ির সৃষ্টি হয়। অনুষ্ঠানের আগে কালেক্টিভ ক্লাবের ফেসবুকে পেইজে বিনামূল্যে রক গান ও আতশবাজি প্রদর্শনী দেখার আহ্বান জানানো হয়েছিল। ঘটনার পর বিভিন্ন টেলিভিশনের ফুটেজে পুলিশ এবং প্যারামেডিক কর্মকর্তাদের বেসমেন্টে পড়ে থাকা আহতদের উঠে দাঁড়াতে সাহায্য করতে দেখা গেছে। এ সময় ঘটনাস্থলে সাইরেন বাজানো এ্যাম্বুলেন্সও দেখা যায়।
×