ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ২৩:১১, ১ নভেম্বর ২০১৫

খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালীদের স্থায়ী বাসিন্দা সনদ প্রদানে বৈষম্যমূলক নীতি অবিলম্বে প্রত্যাহার, নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুর্নস্থাপনসহ সর্বক্ষেত্রে বাঙ্গালীদের সমান অধিকার দেয়ার দাবী জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। আজ রবিবার বেলা ১২টায় খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ার মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শোভাযাত্রা বের করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় যোগ দেয়। জেলা শাখার সভাপতি শাহজালাল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আক্কাছ আল মামুন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সারোয়ার জাহান খান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ ও জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম প্রমুখ।
×