ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরের দুই রাজাকারের চার্জ গঠনের শুনানি ১৬ নভেম্বর

প্রকাশিত: ০০:৪৮, ১ নভেম্বর ২০১৫

শরীয়তপুরের দুই রাজাকারের চার্জ গঠনের শুনানি ১৬ নভেম্বর

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত শরীয়তপুরের সোলায়মান মোল্লা ওরফে সলেমান মৌলভী ও পলাতক ইদ্রিস আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলার অভিযোগ (চার্জ) দাখিল এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ঠিক করেন আদালত।রবিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে অপর বিচারপতিরা হলেন, মোঃ শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী। আজ রাষ্ট্রপক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা। অপরদিকে আসামী সোলায়মান মোল্লার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী গাজী এমএইচতামিম। এসময় সোলায়মান মোল্লার পক্ষে জামিন আবেদননের করেন আইনজীবী তামিম। জামিন আবেদনের শুনানি ওই দিন হবে বলে জানান ডিফেন্স আইনজীবী গাজীতামিম। এর আগে ট্রাইব্যুনালের নির্দেশে গত ১৪ জুন রাতে শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে সলেমান মৌলভীকে গ্রেফতার করা হয়। পরদিন ১৫ জুন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১০ সালে শরীয়তপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারের দায়ের করা যুদ্ধাপরাধ মামলার প্রধান আসামি সলেমান মৌলভী। গত ২৯ অক্টোবর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দেয়া প্রতিবেদন অনুসারে আসামীদের বিরুদ্ধে একাত্তরে মানবতাবরোধী অপরাধের মোট ৪টি অভিযোগ রয়েছে।
×