ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডায়াবেটিস পরীক্ষায় স্মার্টফোন

প্রকাশিত: ০৫:২৬, ২ নভেম্বর ২০১৫

ডায়াবেটিস পরীক্ষায় স্মার্টফোন

আপনার শরীরে ডায়াবেটিস আছে কি না তা পরীক্ষার জন্য এখন আর আঙ্গুলে সুঁচ ফুটিয়ে রক্ত বের করতে হবে না। হাতে একটি স্মার্টফোন থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি ফলাফল জানতে পারবেন। সম্প্রতি মেক্সিকোর টেক ডি মনটেরি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মিলে এমন এক ডিভাইস তৈরি করেছেন যা মুহূর্তের মধ্যেই জানিয়ে দেবে আপনার শরীরে ডায়াবেটিসের অবস্থা। এ জন্য কারও মুখের সামান্য পরিমাণ লালা ফোনটির পর্দার ওপর রাখলেই চলবে। পরে কয়েক সেকেন্ড পর আপনার শরীরে টাইপ-টু ডায়াবেটিসের আশঙ্কা ঠিক কতখানি তা মোবাইলের পর্দায় প্রদর্শিত হবে। বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে এই ডিভাইসটি বেশি কার্যকর হবে বলে বিজ্ঞানীদের আশাবাদ। তারা বলছেন, আমাদের এই আবিষ্কারটি অন্যন্য সাধারণ, কারণ এটি মোবাইলে স্থাপনযোগ্য এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ফলাফল জানা সম্ভব। এই পরীক্ষার জন্য শরীরে সুঁচ ফোটানোর মতো বিরক্তিকর কাজ করতে হয় না। মুখের লালায় ডায়াবেটিসের উপাদান থাকলে তা মোবাইলের স্ক্রিনে দেখা যাবে। এটা ঠিক গর্ভধারণ পরীক্ষার মতোই সহজ বলে জানালেন গবেষণা দলের প্রধান ড. মারকো এন্টোনিও রাইট প্যালোমারেস। তিনি বলেন, আমরা এমন একটি ডিভাইস তৈরি করতে চেয়েছিলাম যেটি মুখের লালা পরীক্ষার বায়োমার্কার হিসেবে কাজ করে। এই লালা মোবাইলের ক্যামেরার সামনে এমন করে আলো প্রতিফলিত করে, যাতে ক্যামেরা এর রেকর্ড রাখতে পারে। এই নয়া ডিভাইসটি যাতে আরও বহুবিধ কাজে ব্যবহার করা যায় বিজ্ঞানীরা এখন এই বিষয়টি নিয়ে কাজ করছেন। Ñএনডিটিভি অবলম্বনে।
×