ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিমানের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শেষ

প্রকাশিত: ০৫:৩৭, ২ নভেম্বর ২০১৫

বিমানের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শেষ

স্টাফ রিপোর্টার ॥ চলতি হজ মৌসুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ ডেডিকেটেড ফিরতি হজ-ফ্লাইট কার্যক্রম সফলতার সঙ্গেই শেষ হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত এ পোস্ট-হজ ফ্লাইট কার্যক্রম পরিচালিত হয়। রবিবার বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, মাসব্যাপী পরিচালিত এ পোস্ট-হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় বিমান ১৪০টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ১১০টি ডেডিকেটেড ও ৩০টি শিডিউল ফ্লাইটে মোট ৫১ হাজার ২৬৫ জন হাজী জেদ্দা-ঢাকা রুটে দেশে ফিরিয়ে আনে। এর মাধ্যমেই শেষ হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পোস্ট-হজ ফ্লাইট কার্যক্রম। বাকি হাজীরা ক্রমান্বয়ে শিডিউল ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরছেন। গত ১৬ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ অপারেশন-২০১৫ এর কার্যক্রম শুরু হয়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলে প্রি-হজ ফ্লাইট পরিচালনা কার্যক্রম।
×