ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যামনেস্টির বক্তব্যের প্রতিবাদ মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন আজ

প্রকাশিত: ০৫:৩৭, ২ নভেম্বর ২০১৫

এ্যামনেস্টির বক্তব্যের প্রতিবাদ মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন আজ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান (বীরবিক্রম) ও মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাউথ এশিয়া রিসার্চ ডিরেক্টর ডেভিড গ্রিফিথের সাম্প্রতিক ঔদ্ধ্যত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রবিবার এক যুক্ত বিবৃতিতে তারা এ্যামনেস্টির ঐ বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ উল্লেখ করে বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানী হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ করে মানবতাবিরোধী অপকর্ম করেছিল তখন এই এ্যামনেস্টি কোথায় ছিল? তখন তো তারা একবারও হানাদার পাকি বাহিনীর বিরুদ্ধে কোন কথা বলেনি। বীর মুক্তিযোদ্ধাদের বিচারের সম্মুখীন করার কথা বলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও গুরুতর অপরাধ করেছেন। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এর প্রতিবাদে তারা আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেছে। -বিজ্ঞপ্তি
×