ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৭৬ ভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৫:৪০, ২ নভেম্বর ২০১৫

পুঁজিবাজারে ৭৬ ভাগ  কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি মাসের প্রথম কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এই নিয়ে টানা পাঁচ দিনের মতো প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে সূচকের পতন ঘটলো। রবিবারে সকালে শুরু থেকেই বিক্রয় চাপে ক্রমাগত পড়তে থাকে সূচক। শেষ বেলাতেও যা অব্যাহত ছিল। দিনশেষে উভয় বাজারেই সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। আর টাকার অঙ্কে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। দিনটিতে ডিএসইতে মোট ৭৬ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা অধিকাংশ কোম্পানির মুনাফা বেড়েছে। পাশাপাশি জুন ক্লোজিং কোম্পানিগুলো লভ্যাংশ আগের বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এর প্রভাব বাজারে পড়ছে না। বরং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ে নিষ্ক্রিয়তা, বড় মূলধনী শেয়ারের অব্যাহত দরপতন, বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির গুজব এবং সর্বশেষ ব্যাংকের এক্সপোজার লিমিট নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সমন্বয় সভাকে কেন্দ্র করে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সংশয়, আস্থাহীনতা কাজ করছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে দিনশেষে ডিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৮৪ লাখ ১৯ হাজার টাকা। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, শমরিতা হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো ফার্মা, আমান ফিড, সি এ্যান্ড এ টেক্সটাইল ও সিভিও পেট্রো কেমিক্যাল।
×